ভারতের উত্তর-পূর্ব অঞ্চল আসামে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর গালফ নিউজ’র।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আসামের ডিমা হাসাও জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাজরিন আহমেদ বলেছেন, বন্যার কারণে বেশ কয়েকটি রেলস্টেশন বন্ধ হয়ে গেছে। বন্যার কারণে রাস্তা, সেতু এবং ভূমিধসের কারণে এ জেলার প্রায় ২ লাখ লোক রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।