প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪ ১৫:১৯:০৪ | আপডেট: ১ year আগে
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২, আহত ২৫

ভারতের আসাম রাজ্যে দ্রুতগতিতে চলমান বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে আসামের গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং এএনআইকে বলেছেন, “বাসটি টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। গোলাঘাটের কমরবন্ধ এলাকা থেকে একদল লোক বাসটিতে করে রওনা হয়েছিল। বালিজান এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়।”

“ট্রাকটি জোরহাটের দিক থেকে আসছিল। ঘটনাস্থল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করে দেরগাঁও কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে। আহত ২৭ জনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে যুক্ত হন। দুর্ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বল এসপি রাজেন নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”