প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ১২ লাখ মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২২ ১২:৪৪:৩৭ | আপডেট: ২ years আগে
ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ১২ লাখ মানুষ: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে। (খবর বিবিসি’র)।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে আসা মানুষের অর্ধেকই প্রতিবেশি পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, বাকিরা ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন।

প্রতিবেশি মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ায় বিপুল শরণার্থী আশ্রয় নিয়েছে।

''ইউক্রেনের ভেতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন। তাদের সুরক্ষা ও সহায়তা দরকার। ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারে,'' বলছে ইউএনএইচসিআর।

রাশিয়ার হামলার আগে ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।