ইউক্রেনে রাশিয়ার হামলা প্রায় ৬ সপ্তাহে গড়ালো। এখনও চলছে বিভিন্ন শহর দখল। দেখা দিয়েছে মানবিক সংকট। এ অবস্থায় জীবন বাঁচাতে ইউক্রেন থেকে ৪০ লাখের বেশি মানুষ পালিয়ে গেছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। খবর আলজাজিরার।
ইউক্রেনের উত্তরাঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ান প্রতিশ্রুতির পর চেরনিহাইভে রাশিয়ান হামলা কমেনি।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ পদক্ষেপ তার বাহিনীকে বিভ্রান্ত করার লক্ষ্যে, অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ তার “প্রতিরক্ষামূলক প্রচেষ্টা” কমাবে না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সতর্কতার আহ্বান জানিয়ে বলেছেন, পশ্চিমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে রাশিয়া ক্রমবর্ধমান হয় কিনা।
মঙ্গলবার ইস্তাম্বুলে আলোচনার পর ক্রেমলিন অগ্রগতির আশা কমিয়ে বলেছে, আলোচনায় কোনো “ব্রেকথ্রু” হয়নি।