প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে আরও ৩০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২২ ১১:১৩:৫৩ | আপডেট: ২ years আগে
ইউক্রেনে আরও ৩০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়াতে তারা এ সহায়তা দিচ্ছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেবে। বিবিসি ও এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সহায়তার মধ্যে লেজার রকেট সিস্টেম, ড্রোন, গোলাবারুদ, রাতে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র, কৌশলগত সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ওয়াশিংটন ১৬০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়াকে এক ঘরে করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। নিষেধাজ্ঞা, কূটনীতিকদের বহিষ্কার, সম্পদ জব্দ, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এর মধ্যে অন্যতম।