ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় প্রায় এখন পর্যন্ত ৩৫৮ শিশু নিহত হয়েছে। আর ৬৮৪ জনেরও বেশি শিশু আহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
তবে এও বলা হয়েছে, এ পরিসংখ্যান চূড়ান্ত না। হামলা কারণ, চলমান এলাকাগুলোর তথ্য এখনও পুরোপুরি পাওয়া যায়নি।
আরও পড়ুন- দাবানল ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ায়, জরুরি অবস্থা ঘোষণা
দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় আরও বলেছে, রাশিয়ার গোলা বর্ষণে ইউক্রেনের ২ হাজার ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২১টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্কের গভর্নর বলেছেন, শনিবার ডোনেটস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছে।
পাভলো কিরিলেঙ্কো বলেন, একজন আভিদিভকা শহরে এবং আরেকজন টোরেটস্কে নিহত হয়েছেন।
তিনি বলেন, শিল্পনগরী কোস্ত্যন্তিনিভকাতে পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
টোরেস্ক সকাল ছয়টার দিকে গোলা বর্ষণে অন্তত পাঁচটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একজন স্থানীয় বাসিন্দা নিহত হন।
সমগ্র অঞ্চলে এখন উত্তেজনা রয়ে গেছে বলেও জানান কিরিলেঙ্কো।