ইউক্রেন ও রাশিয়ার কাছে বেসামরিক নাগরিকদের নিরাপদে বের করে নিয়ে আসার জন্য নিরাপদ প্যাসেজ (রাস্তা/করিডোর) চাইছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারে বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস দুই দেশের প্রতি এ আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
এছাড়াও গ্রিফিথস আক্রান্ত এলাকায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার অনুরোধ করেছেন।
জাতিসংঘ যুদ্ধগ্রস্ত এলাকায় হাজারো মানুষকে খাদ্য সরবরাহ করছে। তবে নিরাপত্তার কারণে অনেক এলাকায় সহায়তা পৌঁছানো দুরুহ হয়ে পড়ছে।
গ্রিফিথস নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মস্কোতে প্রতিনিধি দল পাঠাতে বলেছেন। যাতে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা খুব সহজে পৌঁছানো যায়।
যদিও জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতের অভিযোগ মানবিক করিডোরে গোলাবর্ষণ করছে রাশিয়া। আর রাশিয়ার রাষ্ট্রদূতের পাল্টা অভিযোগ, ইউক্রেন বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোর তৈরিতে সহায়তা করছে না।