প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ, কানাডার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৬:২২ | আপডেট: ২ years আগে
ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ, কানাডার হুঁশিয়ারি

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত ডোনেটস্ক এবং লুহানস্ক- এ দুই অঞ্চলকে রাশিয়া কর্তৃক স্বাধীনতার স্বীকৃতি দেয়ার প্রতিবাদ জানিয়েছে কানাডা। এর তীব্র বিরোধিকা করেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটো জোট।

এক বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইউক্রেনে রাশিয়ার তথাকথিত ‘স্বাধীন রাষ্ট্র’ স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। এটি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের একটি সরাসরি লঙ্ঘন। কানাডা ইউক্রেনকে সমর্থন করে এবং সেই অনুযায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।

এছাড়াও, ইউক্রেনে সামরিক বাহিনী পাঠানোর নির্দেশ দেওয়া রাশিয়ানদের আমরা প্রত্যাখ্যান ও নিন্দা জানাই। আমরা সবসময় ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা সমর্থন করি। কানাডা এবং তার মিত্ররা গণতন্ত্র এবং ইউক্রেনীয়দের ইচ্ছা রক্ষা করবে।