প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু: রাজধানীসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

টিবিপি ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৬:৫৫ | আপডেট: ২ years আগে
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু: রাজধানীসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়ান সেনারা।  খবর বিবিসি’র।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে বিবিসির সংবাদদাতারা নিশ্চিত করেছিলেন, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেতস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

এর আগে ইউক্রেনের ডনবাস প্রদেশে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসির খবরে বলা হয়, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন পুতিন। বৃহস্পতিবারে সকালে প্রচারিত হওয়া ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। যেকোন ধরণের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো 'তাৎক্ষণিক' জবাব দেবে।