প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২২ ২১:০১:১৫ | আপডেট: ২ years আগে
ইউক্রেনে রুশ কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে

ইউক্রেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ আনে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ইউক্রেনে জনবহুল এলাকায় নির্বিচারে গোলা ও বোমা বর্ষণ করে বেসামরিক মানুষকে হত্যা এবং হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে রুশ সশস্ত্র বাহিনী। এ ধরণের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে ইউক্রেনে হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজারে বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তাদের দাবি, রাশিয়া তাদের প্রায় ২১ হাজার ২০০ সৈন্য হারিয়েছে। খবর আলজাজিরার।

এছাড়া, ইউক্রেনে চলমান আগ্রাসনে ৪৩৪টি ট্যাঙ্ক, ২ হাজার ১৬২টি সাঁজোয়া যান, ১৭৬টি বিমান এবং ১৫৩টি হেলিকপ্টারও ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী, এমনটাও দাবি করা হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে বলেছেন, চলমান শত্রুতার কারণে এ ধরনের পরিসংখ্যান যাচাই করা হচ্ছে।

ইউক্রেন এ দাবি করলেও, রাশিয়া খুব কম সংখ্যকই তার সৈন্যদের হতাহতের কথা স্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এপ্রিলের শুরুতে “উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি” স্বীকার করেছিলেন।