প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ আগ্রাসন

ইউক্রেনের অর্থনীতি ৪৫ শতাংশ কমবে: বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২২ ১০:৪৯:২১ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের অর্থনীতি ৪৫ শতাংশ কমবে: বিশ্ব ব্যাংক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে এ বছর ইউক্রেনের অর্থনীতি ৪৫ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংক। খবর বিবিসি’র।

এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানায়, পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়াজুড়ে করোনা মহামারীর কারণে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তার চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি হবে ইউক্রেনের। সেইসঙ্গে অভিযান পরিচালনার কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো রাশিয়াতেও তীব্র মন্দা সৃষ্টি করবে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী।