ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অষ্টম দিনে ইউক্রেনের প্রধান বন্দরনগরী খেরসন দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী।
খেরসনের মেয়রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে প্রথমবারের মতো ইউক্রেনের একটি প্রধান শহর সম্পূর্ণ দখলে নিল রাশিয়া।
বুধবার রাতে আঞ্চলিক প্রশাসনের প্রধান গেনাডি লাকহুতা বার্তা সার্ভিস টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার দখলদাররা এ নগরীর পুরো অংশের দখল নিয়েছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক।’
রুশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের কাছের এ বন্দর নগরী দখল করে। এ নগরীর জনসংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার। দেশের অন্য শহরগুলোতেও রুশ সেনারা হামলা চালানো অব্যাহত রেখেছে।
নগরীর মেয়র ভাদিম বইচেনকো জানান, ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর বারদিয়ানস্ক রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যে দখল করেছে।
রাশিয়ার বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভেও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে চালানো হামলাকে ১৯৯০’র দশকের সারাজেভোতে ঘটা বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের সাথে তুলনা করা হয়।
দেশটিতে কয়েকদিনের তুমুল লড়াইয়ে শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে ছেড়ে গেছেন।
এদিকে রাশিয়ার অর্থনীতি দুর্বল করে ফেলার লক্ষ্যে পশ্চিমা বিশ্ব একের পর এক মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।