প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দীদের নিয়ে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩:৩০ | আপডেট: ৩ মাস আগে
ইউক্রেনের বন্দীদের নিয়ে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহত

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রুশ ইলিউশিন ইল-৭৬ নামের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দীসহ মোট ৭৪ জন ছিল বলে জানা গেছে। এই ঘটনায় বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ২৪ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এদিন ক্রেমলিনপন্থী চারটি সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর উদ্ধৃতি দিয়ে আজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে ৬৫ জন যুদ্ধ অপরাধী, ছয়জন ক্রু সদস্য এবং তিনজন আরোহী ছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, এতে বিমানের ভেতর থাকা ৬৫ যাত্রীসহ সকলের মৃত্যু হয়েছে।

তবে ইউক্রেনের একটি ইংরেজি পত্রিকার দাবি, ওই বিমান ইউক্রেনের সেনারা ভূপাতিত করেছে এবং সেটিতে ইউক্রেনের কোনো বন্দী ছিল না।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন এবং ঘটনাস্থলে গেছেন। তিনি আরও জানিয়েছেন, সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান চলছে।