ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ভিনিশিয়ায় রুশ হামলায় ৮ জন নিহত হয়েছে, এমনটাই দাবি করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। খবর আল জাজিরার।
এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এ সময় অন্তত ৫০টি গাড়িতে আগুন লাগে।
ইউক্রেনে যুদ্ধাপরাধ নিয়ে আলোচনার জন্য বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা নেদারল্যান্ডসে আইসিসি প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন।
মাইকোলাইভের মেয়র বলেছেন, সেখানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরে গোলাগুলিও হয়েছে।
রাশিয়ান সৈন্য এবং মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনের সিভারস্ক শহরের সীমানায় প্রবেশ করেছে, এলপিআরের এক কর্মকর্তা রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন।
এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছিলেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরে বিরামহীনভাবে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।