প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনের ভিনিৎসিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২ ১১:২৪:৫৪ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের ভিনিৎসিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত শতাধিক মানুষ। বৃহস্পতিবার মধ্য ইউক্রেনের শহরটিতে এ হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউরোপীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে আটটি রকেট দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে দু’টি শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। এই হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া সেখানে আরও বহু মানুষ আহত হয়েছেন।’

অবশ্য উদ্ধারকারীরা পরে জানান, রাশিয়ার এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৩৯ জনের সন্ধান পেতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি এই হামলায় ‘শঙ্কিত’ হয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই হামলাকে ‘নৃশংসতা’ বলে নিন্দা জানিয়েছে। এই হামলার জন্য উভয়েই (রাশিয়াকে) জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।