ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিমানচাক নগরীর জনাকীর্ণ শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জনের মৃত্যু ও অন্তত ৫৯ জনের আহতের ঘটনাকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলার একটি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, বিশ্বের শীর্ষ সন্ত্রাসী দেশ রাশিয়া।
এ হামলাকে নিষ্ঠুর ও ভয়াবহ বলে উল্লেখ করেছেন পশ্চিমা নেতারা। এর নিন্দা জানিয়ে রাশিয়াকে জবাবদিহি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
এদিকে আজ রাশিয়ার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়ে একটি জরুরি বৈঠক করবে জাতিসংঘ, যেখানে ক্রেমেনচুক হামলাকে প্রধান আলোচ্য বিষয় নির্ধারণ করেছে সংস্থাটি।
লুহানস্কের গভর্নর বলেছেন, রাশিয়ান বাহিনী দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে লাইসিচানস্ক শহরে হামলা চালাচ্ছে। সেই দিক থেকে শহরটিকে আটকানোর চেষ্টা করছে এবং সেইসাথে ডোনেটস্ক অঞ্চলে এর পরিবহনও বন্ধ করার চেষ্টা করছে।