ইউক্রেনের একটি শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জনের মৃত্যু ও ৫৯ জনের আহত হওয়ার ঘটনা রাশিয়া অস্বীকার করলেও ওই হামলার একটি মর্মান্তিক ভিডিও পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তাতে দেখা যাচ্ছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকের ব্যস্ত শপিং সেন্টারে আঘাত হানে। এতে তাৎক্ষণিক বিস্ফোরণ ও আগুন ধরে যায়। খবর কিয়েভ পোস্টের।
গত ২৭ জুন সোমবার এ হামলা চালায় রাশিয়া। যদিও রাশিয়ার দাবি ওই শপিং মলের পার্শ্বর্তী এলাকায় পশ্চিমাদের অস্ত্রাগারে হামলা করা হয়েছিল। সেখানকার গোলাবারুদের বিস্ফোরণ পরবর্তীতে ওই শপিং মলে ছড়িয়ে পড়ে।
শপিং মলে হামলা কিংবা বেসামরিক লোকদের হত্যা তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল না।
এদিকে, এ হামলার ঘটনায় জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। সেখানে রাশিয়া ও পশ্চিমা কূটনীতিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
কিয়েভ পোস্টের খবরে বলা হয়, জরুরি পরিষেবা জানিয়েছে, শপিং মলে বিস্ফোরণে ২০ নিরীহ বেসামরিক নাগরিক মারা গেছে। আহত হয়েছে ৫৯ জন এবং ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার সন্ধ্যায় একটি টেলিগ্রাম পোস্টে বলেন, “রাশিয়ান বাহিনী শপিং সেন্টারে রকেট নিক্ষেপ করেছে, যেখানে এক হাজারেরও বেশি বেসামরিক লোক ছিল।”
ভিডিও দেখতে ক্লিক করুন- WATCH: New Video Shows Moment Russian Missile Strikes Mall