প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনের শিশু হাসপাতালে হামলার ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২২ ১৬:৫৭:৪৬ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের শিশু হাসপাতালে হামলার ঘটনায় নিহত ৩

মাতৃত্বকালীন ও শিশু হাসপাতালে বোমা হামলায় তিনজন মারা গেছে বলে জানিয়েছেন মারিউপোল কর্তৃপক্ষ। (খবর বিবিসি’র)।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দখল হয়ে যাওয়া শহর মারিউপোলের ডেপুটি মেয়র বিবিসিকে জানিয়েছেন; বুধবার রুশ বাহিনী যে মাতৃত্বকালীন ও শিশু হাসপাতালে বোমা হামলা করেছিল, সেখানে এক শিশু সহ তিনজন মারা গেছেন।

ঐ হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারীও ছিলেন।

ডেপুটি মেয়র সার্গেই অরলভ বিবিসিকে বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এই হাসপাতালের বিষয়ে জানতো। এই শহরে এ নিয়ে তৃতীয় হাসপাতাল ধ্বংস করলো তারা।”

তিনি বলেন, আগের দিন ৩০০ শয্যা বিশিষ্ট একটি কোভিড হাসপাতাল ও রক্তের নমুনা সংগ্রহ কেন্দ্রে বোমাবর্ষণ করে তারা।

ইউক্রেনে অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির স্বাস্থ্য সেবা কেন্দ্রে আলাদা আলাদাভাবে অন্তত ১৮টি হামলা হয়েছে বলে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।