প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনের সেভেরোডোনেটস্ক শহরের ৭০ শতাংশই রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২২ ১৫:৩০:২৫ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের সেভেরোডোনেটস্ক শহরের ৭০ শতাংশই রাশিয়ার দখলে

পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোডোনেটস্কের ৭০ শতাংশ নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেন দাবি করছে তাদের প্রতিরক্ষা সহায়তায় ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে দেয়া উন্নত রকেট ব্যবস্থার মাধ্যমে আক্রমণকারীদের প্রতিহত করতে পারবে।

স্থানীয় সময় বুধবার লুগানস্ক অঞ্চলের গভর্ণর সের্গেই গেইডে বলেছেন, রাশিয়ানরা সেভেরোডোনেটস্কের মূল শিল্প কেন্দ্রের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনীয় বাহিনী অবস্থান থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেছেন, ‘যদি দুই বা তিন দিনের মধ্যে রাশিয়ানরা সেভেরোডোনেটস্কের নিয়ন্ত্রণে নেয়। তারা কামান এবং মর্টার স্থাপন করবে এবং আরো তীব্রভাবে লিসিচানস্কে বোমাবর্ষণ করবে।’

এদিকে, ইউক্রেন সফলভাবে রাশিয়াকে ২৪ ফেব্রুয়ারি আক্রমনের পর কিয়েভ দখল থেকে বিরত রাখে কিন্তু দেশের পূর্বাঞ্চলে অভিযানে উচ্চমূল্য দিতে হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, ‘প্রতিদিন তাদের ৬০ থেকে ১শ’ সৈন্য মারা যাচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে পরিস্থিতি খুবই ভয়াবহ।’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেছেন, সেভেরোডোনেটস্ক শহরের রাস্তায় লড়াই চলছে এবং রাশিয়ানরা শহরের কেন্দ্রে পৌঁছেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে তাদের প্রতিরোধ করছে।’

ফায়ার পাওয়ার সংকটে থাকা ইউক্রেনীয় বাহিনীকে আশ্বস্ত করে জেলেনস্কি বলেছেন, জো বাইডেন নিশ্চিত করেছেন যে দীর্ঘ পাল্লার অস্ত্র আসার পথে রয়েছে। এই নতুন অস্ত্র হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যার পাল্লা ৮০ কিলোমিটার। বুধবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৭০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের আওতায় এই উন্নত রকেট ইউক্রেনে পাঠানোর অনুমোদন দিয়েছে।