প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউরোপ যাত্রা, ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২২ ১১:২৭:৩৮ | আপডেট: ২ years আগে
ইউরোপ যাত্রা, ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।

শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

তিউনিসিয়া নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ৮১ জনের মধ্যে ৩৮ জন, বাংলাদেশের ৩২ জন, মিসরের, ১০ জন সুদানের ও একজন মরক্কোর নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন উদ্ধারকৃত ব্যক্তিরা। উদ্ধারকৃতদের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিউনিসিয়ার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপ ১৩০ কিলোমিটার দূরে। ফলে এই পথ মানবপাচারের জন্য বহুল ব্যবহৃত। এ ছাড়া লিবিয়া থেকে ইতালির উপকূলে পাড়ি জমানোর পথটি মানবপাচারের জন্য জনপ্রিয়। এই দুই পথেই অভিবাসনপ্রত্যাশীদের ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়।