প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৪৩ বন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২২ ০৯:৫০:০১ | আপডেট: ২ years আগে
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৪৩ বন্দি নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ব্যাপক দাঙ্গায় অন্তত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির সান্তো ডমিঙ্গো কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সদস্যদের মধ্যে দাঙ্গায় তারা মারা যায়। 

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। 

প্রতিবেদনে বলা হয়, কারাগারে দাঙ্গার পর সেখানকার অনেক বন্দি পালিয়ে গেছেন।

ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের জানিয়েছেন, পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে এবং ১০৮ জন বন্দি এখনও পলাতক রয়েছে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, আদালতের আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। মূলত আদালতের আদেশে ওই ব্যক্তিকে স্থানান্তর করায় বন্দিদের মধ্যে অশান্তি সৃষ্টি করে থাকতে পারে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে দেশটির কারাগারে। কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা দেশটিতে খুবই সাধারণ। মাদক, বিশেষ করে কোকেনের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিয়মিত সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করছে পুলিশ এবং তাদের দ্বন্দের কারণেই দেশটির কারাগারগুলো দিন দিন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে।