প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৩ ১৫:২৯:৫১ | আপডেট: ১ year আগে
ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি মারা গেছেন
সিলভিও বেরলুসকোনি। ছবি: সংগৃহীত

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৬ বছর।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী। সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। গত শুক্রবার তাকে মিলান হাসপাতালে ভর্তি করা হয়।

তার সহযোগীরা জানান, লিউকেমিয়া সংক্রান্ত পূর্ব-পরিকল্পিত পরীক্ষার জন্য বেরলুসকোনিকে ভর্তি করা হয়েছিল।

বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন। বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।