পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক অস্ত্রধারীর হামলায় অন্তত ২০ জন মুসল্লি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলেছে, স্থানীয় সময় বুধবার মুসলমানরা এক ব্যক্তিকে দাফন করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে দেশটির আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের প্রেসিডেন্ট সাইদ মুহাম্মদ বলেন, সশস্ত্র ব্যক্তিরা গোন্ডার শহরে মুসলিম জাতিগোষ্ঠীর উপর একটি বিস্ফোরক নিক্ষেপ করলে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। পরবর্তীতে এ সংখ্যা বেড়ে প্রায় ২০ জন মুসল্লির নিহত হয়েছে। আহত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন প্রায় ১৫ জন।
রাজধানী আদ্দিস আবাবার থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে মোট্টা শহরে মুসলিম মালিকানাধীন ব্যবসাকেও লক্ষ্য করে এই হামলা করা হয়েছিল বলে অনেকে মনে করেন। হামলাকারীরা স্থানীয় কয়েকটি দোকান লুটপাট করেছে এবং ৩টি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করলেও একটি মসজিদের বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।
আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
২০১৯ সালে একই অঞ্চলের মোট্টা শহরে ৪টি মসজিদ পুড়িয়ে দেয়ার ঘটনায় সন্দেহভাজন ৫জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। এ ঘটনায় ইথিওপিয়াজুড়ে কয়েক হাজার মুসলমান প্রতিবাদ বিক্ষোভ করেছিলো। আবারও একই ধরনের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী আবি আহমেদ এই হামলাকে ‘ধর্মীয় সহনশীলতা ও সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাস ভেঙে দেয়ার জন্য চরমপন্থীদের প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
দেশটির মুসলিম পণ্ডিতরা বলেন, রাজনৈতিক নেতাদের একটি ধর্মীয় গোষ্ঠীকে এই হামলায় ব্যবহার করতে চান। স্যোসাল মিডিয়ায় প্রচারিত কর্মীদের নেতিবাচক ভূমিকা এবং ভিডিওগুলোকেও এর জন্য দায়ী করেছেন তারা।