প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় খেলার মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২২ ০৯:২৫:৪১ | আপডেট: ২ years আগে
ইন্দোনেশিয়ায় খেলার মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯
স্টেডিয়ামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ | এএফপি ছবি

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এবং পদদলিত হয়ে অন্তত ১২৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৮০ জন। খবর আল জাজিরার।

রোববার ইস্ট জাভার পুলিশ এক বিবৃতিতে জানায়, দলের ২-৩ গোলে পরাজয়ের পর আরেমা এফপির সমর্থকেরা মাঠে প্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ‘দাঙ্গা’ থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই সময় পদদলিত হয়ে এবং দম বন্ধ হয়ে এ মৃত্যু ঘটে।

ইস্ট জাভা পুলিশের প্রধান নিকো আফিনতা এক বিবৃতিতে বলেন, ‘দুর্ঘটনায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুলিশ অফিসার। ৩৪ জন স্টেডিয়ামের ভেতরে মারা গেছে। বাকিরা মারা গেছে হাসপাতালে।’

তিনি বলেন, ‘তারা সবাই একটি পয়েন্ট দিয়ে বের হতে চেয়েছিল। সেখানে বিপুলসংখ্যক লোক সমবেত হয়। ফলে দম বন্ধ হয়ে এবং অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে।’

আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়ার মধ্যে দীর্ঘ দিন ধরে তিক্ত বিরোধ রয়েছে। আর শনিবার ছিল দুই দশকের মধ্যে পারসেবায়ার কাছে আরেমার প্রথম পরাজয়।