প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মেরাপিতে অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৩ ১৮:১৭:৩৯ | আপডেট: ১ year আগে
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মেরাপিতে অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেরাপি আগ্নেয়গিরিতে শনিবার প্রায় ৪৫ সেকেন্ড ধরে অগ্ন্যুৎপাত ঘটে। এসময় আগ্নেয়গিরিটির শিখর থেকে ৩০০ মিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে।

দেশটির সেন্টার ফর ভলকানোলজি এন্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশনের তথ্যমতে, ‘স্থানীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে (২৩টা ১১ জিএমটি) অগ্ন্যুৎপাত ঘটে।’

সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বালির সঙ্গে আগ্নেয়গিরির ছাই নিক্ষেপের ফলে আশেপাশের এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৯১ মিটার উঁচু এই আগ্নেয়গিরিটি ২০২২ সালের ২৫ ডিসেম্বর থেকে সক্রিয় হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি বর্তমানে বিপদের দ্বিতীয় স্তরে রয়েছে।

কর্তৃপক্ষ পর্যটকদের ভার্বিক ক্রেটার থেকে আশেপাশের ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকার আহ্বান জানায়।