ইন্দোনেশিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন কারাবন্দী।
বুধবার দেশটির বান্টেন প্রদেশের কারাগারটির একটি জনাকীর্ণ ব্লকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি জানান, বান্টেন প্রদেশের টাঙ্গেরাং কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ব্লকটিতে বন্দীদের মাদক সংক্রান্ত অপরাধের জন্য রাখা হয়েছিল এবং সেখানে ১২২ জনের ধারণ ক্ষমতা ছিল।
তবে আগুন লাগার সময় সেখানে কতজন বন্দী ছিল, তা নিশ্চিত করতে পারেননি রিকা অপ্রিয়ান্তি।
পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস মেট্রো টিভিকে বলেন, প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এদিকে পুলিশের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মেট্রো টিভি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৭৩ কারাবন্দী আহত হয়েছে।
কমপাস টিভিতে দেখা গেছে, দমকলকর্মীরা একটি ভবনের উপর থেকে আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রচারকারী টেলিভিশনটি জানিয়েছে, এ ঘটনায় ৪১ জন মারা গেছে এবং 8 জন গুরুতর আহত হয়েছে।