প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩ ১২:৪৯:৩৫ | আপডেট: ২ years আগে
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫

ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণ থেকে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

সোমবার দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এ ঘটনা ঘটে। এলাকাটি মূল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রকাশিত ছবি ও ভিডিওতে সেরাসান দ্বীপের বনাঞ্চলের মধ্য দিয়ে ভূমিধস এবং ঘরবাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিধসের কারণে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্গত লোকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

নাতুনা অনসুন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আবদুল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ভূমিধসে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫০ জন।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জুনাইনাহ বলেছেন, আবহাওয়া বদলে যাচ্ছে। এখনও বাতাস জোরে বইছে, সঙ্গে ঢেউ হচ্ছে প্রচণ্ড।

বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারী বলেছেন, লজিস্টিক সহায়তার জন্য আজ থেকে একটি হেলিকপ্টার মোতায়েন করা হবে।