ইন্দোনেশিয়ার একটি স্কুলের ১৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর রয়টার্স।
সোমবার অভিযুক্ত শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির বান্দুং শহরের একটি আদালত।
এমন রায়ের ঘটনাকে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন দপ্তরের মন্ত্রীসহ কর্মকর্তারা। তবে এ রায়ের বিরোধিতা করেছে দেশটির মানবাধিকার কমিশন ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে ১৩জন মেয়ে শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন হেরি উইরাওয়ান নামের ঐ শিক্ষক। নির্যাতিত সকল ছাত্রীর বয়স ১২-১৬ বছরের মধ্যে। এদের মধ্যে ৮ জনেই গর্ভবতী হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারি মাসে ওই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন দেশটির আদালত। পরবর্তীতে তার মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আদালতে পুনরায় আপিল করা হয়। এরপর পুনরায় যুক্তিতর্ক শেষে অভিযুক্ত শিক্ষককে মৃত্যুদণ্ড দেন আদালত।
রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, সে বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি অভিযুক্ত শিক্ষকের আইনজীবী ইরা মাম্বো।
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। যার ফলে এ দেশে অনেক ইসলামিক স্কুলসহ অন্যান্য ধর্মীয় স্কুল রয়েছে। যেগুলোতে বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তানরা পড়াশোনা করেন।