পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা আরও গভীর করার পদক্ষেপে জড়িত ও সম্পদ গোপন করার অভিযোগ তোলা হয়েছে।
ইমরান খানের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন রাজধানী ইসলামাবাদে বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করেছে।
এই পদক্ষেপের নিন্দাও করেন তিনি।
আইন বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের রায়ে খান জাতীয় পরিষদে তার আসন হারাবেন।
সংসদ অনাস্থা ভোটের মাধ্যমে খানকে ক্ষমতাচ্যুত করার কয়েক মাস পর সর্বশেষ সিদ্ধান্তটি আসলো।