প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইরাকি সেনাবাহিনীর অভিযানে আইএস’র ৯ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২২ ২০:৪২:২০ | আপডেট: ২ years আগে
ইরাকি সেনাবাহিনীর অভিযানে আইএস’র ৯ জঙ্গি নিহত
সংগৃহীত

ইরাকি সেনাবাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ৯ জঙ্গি নিহত হয়েছে।

বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে এই অভিযান চালানো হয়। ইরাকি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকি সৈন্যরা বাগদাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে ক্রাউ মাউন্টেনে একটি সুড়ঙ্গে লুকিয়ে থাকা নয় জঙ্গিকে ঘিরে ফেলে, বোমা হামলা করে এবং ভিতরে থাকা সমস্ত জঙ্গিকে হত্যা করে।

চরমপন্থী জঙ্গিদের দমনে ইরাকি নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে।

২০১৭ সাল থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যাই হোক, আইএসের অবশিষ্টাংশ নগর, মরুভূমি এবং দুর্গম এলাকায় লুকিয়ে রয়েছে। তারা নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের বিরুদ্ধে প্রায়ই গেরিলা আক্রমণ চালাচ্ছে।