প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২১ ০৯:৩২:১০ | আপডেট: ৩ years আগে
ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫২
আগুন নেভাতে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। ছবি: ইন্টারনেট

ইরাকের একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৭ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা ও এএফপি ভিন্ন ভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে এই আগুন। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে নিহতের সংখ্যা ৪০ জন। তবে আল জাজিরার বলছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জন প্রাণ হারিয়েছেন। এদিকে আহত ও দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ‘করোনা ইউনিটে এখনো অনেক রোগী আটকা থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল। তাদেরকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।’

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে যে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

এর আগে চলতি বছরের এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ১১০ জন। সেখানেও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।