ইরান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার সিংওয়ানে নিরাপত্তা বাহিনীর চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, একদল সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলা চালিয়েছে। তবে মোতায়েনরত বাহিনীর পাল্টা জবাবে তারা পিছু হটেছে। জিও নিউজ বলছে, সন্ত্রাসী ও সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের বিবৃতিতে জানানো হয়েছে, তুমুল গোলাগুলির কারণে দুইজন সাহসী যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে একজন হাসনাইন ইশতিয়াক (৩৪) এবং আরেকজন ইতায়েত উল্লাহ (২৭)।
এর একদিন আগে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। এতে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে দেশটিতে নিষিদ্ধ পাকিস্তান তালেবান গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
তবে সবশেষ এ হামলায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।