প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বাইডেনের মাধ্যপ্রাচ্য সফর

ইরানকে দমাতে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২ ১৫:০১:২০ | আপডেট: ২ years আগে
ইরানকে দমাতে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হওয়ার লাগাম টানতে একাট্টা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেডিসেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার।

যৌথ ঘোষণায় ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ওয়াশিংটনের অঙ্গীকারও থাকবে বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে একটি রেকর্ড ১০ বছরের ৩৮ বিলিয়ন সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল, ওই সময় বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যু এবং ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনি আমেরিকান আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারেন বাইডেন ও ল্যাপিড।

বাইডেন ২০২১ সালে দায়িত্ব নেয়ার পর এ অঞ্চলে তার প্রথম সফরে বুধবার ইসরায়েলে পৌঁছান।