প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইরানে বন্যায় ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২ ১৮:২২:৪৪ | আপডেট: ২ years আগে
ইরানে বন্যায় ২১ জন নিহত

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে শুক্রবারের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে দাঁড়িয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছে।

শনিবার উদ্ধারকারীরা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ভ্যালিপুর বলেছেন, প্রাথমিকভাবে ৮৯ জন মানুষ বন্যার পানিতে আটকা পড়েছে এবং বাকি নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

এর আগের দিন দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির সঙ্গে কথা বলার সময় ইস্তাহবানের গভর্নর ইউসেফ কারগার বলেন, উদ্ধার হওয়া লাশের মধ্যে ১৩ জনকে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত বন্যায় আটকে পড়া ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের আগে পর্যাপ্ত সতর্কতা জারি করতে ব্যর্থ হওয়ার জন্য গভর্নর ইরানের আবহাওয়া সংস্থাকে দায়ী করেছেন।