ইরানের এভিন কারাগারে আগুনে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির বিচারিক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ অনলাইন ওয়েবসাইটে বলেছে, কারাগারের ভেতরে আগুনে আহত চারজন হাসপাতালে মারা যাওয়ায় এ সংখ্যা দ্বিগুণ হয়।
শনিবার রাতে তেহরানের এভিন কারাগারে আগুন ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইরানের নৈতিক পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলা বিক্ষোভের মধ্যেই কারাগারে এ ঘটনা ঘটল।
এভিন কারাগারে সাধারণত রাজনৈতিক ও বিদেশী বন্দীদের আটক রাখা হয়। বন্দীদের সাথে খারাপ আচরণের জন্যে এটি খুবই কুখ্যাত।
গত ১৬ সেপ্টেম্বর মাশা আমিনিকে (২২) ঠিকমত হিজাব না পরার অপরাধে নৈতিক পুলিশ আটক করে। আটকাবস্থায় তার মৃত্যু হয়। সে থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে।