প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরাইলে ফের বন্দুক হামলা, হতাহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২২ ১১:৪২:৪০ | আপডেট: ২ years আগে
ইসরাইলে ফের বন্দুক হামলা, হতাহত ১০

ইসরাইলের তেল আবিবে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হন। এই ঘটনায় এক বন্দুকধারী গুলি করে পালিয়ে গেছেন বলে জানান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার বন্দুক হামলাটি হয়েছে তেল আবিবের ডিজেনগফ স্ট্রিটে। এটি একটি জনবহুল এলাকা। বার, ক্যাফে ও রেস্তোরার জন্য বেশ পরিচিত৷ সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটলো দেশটিতে। তবে এখন পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি।

তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি বারে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক বন্দুকধারীকে খুঁজতে বাড়িতে বাড়িতে তল্লাশি চলছে এবং ওই এলাকাজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বন্ধুক হামলায় আহত মার্ক ম্যালফিভ জানান, আমি যখন একটি বারের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন গোলাগুলি শুরু হয়। গুলির শব্দ শুনে আশাপাশের লোকজন দৌড়াতে শুরু করে। হঠাৎ আমি পিঠে আঘাত পাই, সাথে সাথে রক্ত বের হতে ​​শুরু করলো। তারপর আমিও দৌড়ে পালানোর চেষ্টা করি।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান কার্যালয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

এর আগে গত ২২ মার্চে দেশটির বির শেভা অঞ্চলে ছুরিকাঘাতে ৪ ইসরাইলি নিহত হন। তার ৫ দিন পর হাদেরায় বন্দুক হামলায় নিহত হন ২ পুলিশ সদস্য। ৩০ মার্চ ২ ইসরাইলি ও ২ ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বানি ব্র্যাকে আরেক হামলায় এক পুলিশ কর্মকর্তার নিহত হয়েছে।