প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরায়েল-গাজা যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২২ ২০:১৭:০১ | আপডেট: ২ years আগে
ইসরায়েল-গাজা যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে ৪৭
ছবি- আল জাজিরা

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমকে হতাহতের এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ৪৭ জনের মধ্যে ১৬ জন শিশু এবং চারজন নারীও রয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, ফিলিস্তিনি ইসলামিক জিহাদি গোষ্ঠী তিন দিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এক হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

তারা জানায়, ফিলিস্তিনে তাদের হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে দুজন জিহাদি নেতা ও বেশ কয়েকজন জিহাদি বলেও তারা দাবি করে।

তারা আরও দাবি করে, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৬ জনের প্রাণহানি হয়েছে।

তবে এবারের সংঘর্ষে কোনো ইসরায়েলি নিহত বা গুরুতর আহত হয়নি বলে তারা জানায়।

গত রোববার রাতে হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে।