ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের মধ্যেই হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আশা প্রকাশ করেছেন যে; ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী দু 'একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে একমত হবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
বৃহস্পতিবারও গাজায় হামাসের নানা স্থাপনার ওপর অন্তত একশ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনিরা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে রকেট হামলা করে এর জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর আল আকসা মসজিদের প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হয়। এই এলাকাটি মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
সেখান থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে দিয়ে গাজা নিয়ন্ত্রণকারী হামাস রকেট ছুঁড়তে শুরু করে। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
এ সহিংসতায় গাজায় প্রায় একশ নারী ও শিশুসহ কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছে ।
ইসরায়েলের দাবি গাজা থেকে তার ভূখণ্ড লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছে হামাস।