প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরায়েলি আক্রমণের হুমকি নাকচ করল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২২ ০৯:৩৫:৫২ | আপডেট: ২ years আগে
ইসরায়েলি আক্রমণের হুমকি নাকচ করল ফিলিস্তিন

ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকি নাকচ করেছে হামাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি।

শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার মধ্য ইসরায়েলের তেল আবিবে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরায়েলি নিহত হওয়ার পর কোচাভি সব ফ্রন্টে, বিশেষত ফিলিস্তিনি ফ্রন্টে, সেনাবাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সেনাপ্রধান আভিভ কোচাভি উত্তর পশ্চিম তীরে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সিম এলাকায় প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারের নির্দেশ দেয়ার পর গ্রুপ দুটির পক্ষ থেকে এ প্রত্যাখ্যান এলো।

এক বিবৃতিতে পশ্চিম তীরে ফাতাহ মুখপাত্র ওসামা আল-কাওয়াসমি অতীতের অভিজ্ঞতা নিরাপত্তা সমাধানের ব্যর্থতা প্রমাণ করেছে উল্লেখ করে বলেছেন, ‘ইসরায়েল সম্পূর্ণভাবে ভুল করবে যদি মনে করে নিরাপত্তা জোরদারই সমাধান।’

গাজায় হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, ‘উত্তর পশ্চিম তীরের শহরগুলো বিশেষ করে জেনিন শহর এবং এর বাসিন্দাদের প্রতি ইসরায়েলি হুমকি, শহরের স্বাধীন যুবকদের সংগ্রাম চালিয়ে যাওয়ার ইচ্ছাকে ভঙ্গ করবে না।’

বৃহস্পতিবার রাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরায়েলের তেল আবিবের এক রেস্টুরেন্ট ও পথচারীদের ওপর ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত দুই ইসরায়েলি নিহত ও ৯ জন আহত হয়েছেন।

দেশটির গণমাধ্যম অনুসারে, হামলাকারী ওই ব্যক্তি হলেন- ২৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক এবং উত্তর পশ্চিম তীরের জেনিনের শরণার্থী শিবিরের বাসিন্দা। হামলার ৯ ঘণ্টা পর পুরনো শহর জাফায় তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।