আবারও ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গতকাল সোমবার দখলকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।
ফিলিস্তিনের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সকালে ফিলিস্তিনের জেনিন শহরে ইসরাইলি বাহিনী হঠাৎই গুলি ছুঁড়লে এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়।
অন্যদিকে এক লিখিত বক্তব্যে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তাদের বাহিনী ফিলিস্তিনের এক সন্ত্রাসীকে আটক করতে অভিযান চালায়। এ সময় বেশকিছু ফিলিস্তিনির কাছে ভারী অস্ত্র দেখেন তারা। অভিযানের একপর্যায়ে সংঘর্ষ বাধলে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জেরুজালেম আল-কুদস শহরে দখলদার ইসরায়েল অন্তত ২৩০টি বসতি গড়ে তুলেছে। আন্তর্জাতিক আইন অনুসারে, এসব বসতি অবৈধ হলেও সেখানে ছয় লাখ ইসরায়েলি বসবাস করে।
১৯৯০ সালে ইসরায়েলের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির আওতায় পশ্চিম তীরে ফিলিস্তিনের সীমিত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন জঙ্গি আটকের নামে প্রায়ই সেখানে অভিযান চালায়।