ইসলামাবাদের ‘রেড জোনের’ নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে শাহবাজ শরিফের সরকার। সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় এ অনুমোদন দেয়া হয়েছে। খবর ডনের।
বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশি বাধা ও গুলির মুখেও সেখানে ইমরানের সমর্থকেরা অবস্থান করছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।
এদিকে, বুধবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ‘আজাদি মার্চ’ শ্রীনগর হাইওয়ে হয়ে ইসলামাবাদে প্রবেশ করেছে। ইমরান খান এখান থেকে ডি-চকে তাঁর দলের নেত, কর্মী ও সমর্থকদের কাছে যাবেন। তার এই কর্মসূচি ঠেকাতে বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।