প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৫:২১ | আপডেট: ২ years আগে
ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত ২৭
হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর |সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। দেশটির জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার হামলায় ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা ও বাকি ৬ জন আল-কায়েদার ইয়েমেন শাখার সদস্য।

মঙ্গলবার ইয়েমেন সরকার ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপির জানায়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সংযুক্ত আরব আমিরাত-প্রশিক্ষিত সিকিউরিটি বেল্ট নামক একটি গ্রুপের বিভিন্ন অবস্থানে হামলা করে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা । এতে ২৭ জন নিহত হন।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে এক কর্মকর্তাসহ ২১ জন ও আল-কায়েদা যোদ্ধাদের মধ্যে ছয়জন নিহত হয়েছে।’

জিহাদি গোষ্ঠীটি ছয় মাসেরও বেশি সময় আগে একই প্রদেশে অপহরণ করা জাতিসংঘের একজন কর্মীর একটি ভিডিও প্রকাশ করার কয়েকদিন পরেই এই সহিংসতা ঘটে।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।