প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২২ ১০:৫৪:০৬ | আপডেট: ২ years আগে
ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭০

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সাদা এলাকার ওই কারাগারে শুক্রবার হামলা করে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

সৌদি জোটের ওই বিমান হামলার কয়েক ঘণ্টা পরেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা আনা ফস্টার বলেছেন, যতই সময় যাচ্ছে, সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাচ্ছে।

ওই হামলায় আসলে কতজন নিহত হয়েছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

হুতি পরিচালিত টেলিভিশনে দেখানো হয়েছে, মানুষজন হামলার স্থলে খালি হাতে ইটপাথর সরিয়ে আহত-নিহতদের খুঁজছে। সেই সঙ্গে হাসপাতালগুলো আহত মানুষজনে ভরে গেছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা আনা ফস্টার বলেন, যতই সময় যাচ্ছে, সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাচ্ছে।

এ হামলার তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সেখানে উত্তেজনার অবসান হওয়া দরকার।

জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উত্তেজনা নিরসনের জন্য আহ্বান জানিয়েছেন।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীর সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত বা আহত হয়েছেন। যার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।