ঈদুল ফিতরের পর গোটা পাকিস্তানে বড় ধরনের বিক্ষোভ করবেন ইমরান খান ও তাদের সমর্থকরা, এমনটাই বলছেন দেশটির পর্যবেক্ষকরা। কারণ, আগাম নির্বাচনের দাবি আদায়ে মাঠে নামবেন প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সমর্থকরা। এরই মধ্যে বিভিন্ন সমাবেশে সেই নির্দেশনাই দিয়েছেন তিনি। খবর ডনের।
সংসদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তিনি বড় বড় সমাবেশ করে যাচ্ছেন, রমজানের কারণে তা এখন ইফতারের পর অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধরাবাহিকতায় বৃহস্পতিবার গ্রেটার ইকবাল পার্কে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশাল এক সমাবেশ করে। যেখানে হাজার হাজার পুরুষ, মহিলা, অপ্রাপ্তবয়স্ক শিশু এবং বয়স্করা অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়, সমাবেশ অংশ নেয়া বিপুল সংখ্যক সমর্থক ইমরান খানের আদেশ প্রত্যাখ্যান করার জন্য স্লোগান দেন। তারা বলছেন, বিদেশী প্রভু দূর করে সার্বভৌমত্ব এবং আত্মসম্মান নিশ্চিত করতেই তাদের এ স্লোগান।
সমাবেশে, প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনে দেশব্যাপী আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার জন্য গোটা জাতিকে আহ্বান জানিয়েছেন ইমরান খান। তার দাবি, যিনি ভুল করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে, তা সংশোধনের কেবল একটাই পথ, আর সেটি হলো আগাম নির্বাচন।
সন্ধ্যায় ইমরান খান যখন মঞ্চে উঠেন, তখন ঘটনাস্থলটি জনাকীর্ণ হয়ে ওঠে গোটা এলাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।
পর্যবেক্ষকরা বলছেন, ইমরান খান এস্টাবলিশমেন্টকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তাকে ক্ষমতা থেকে অপসারণের ‘ভুল’ সংশোধন করার একমাত্র উপায় হল অবিলম্বে নতুন নির্বাচন আহ্বান করা। তারা বিশ্বাস করে যে পিটিআই ঈদুল ফিতরের পরে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু করবে।