ভারতের উড়িষ্যায় শনিবার একযোগে পদত্যাগ করলেন ক্ষমতাসীন বিজু জনতা দলের (বিজেডি) সব মন্ত্রীরা। গত ২৯ মে বর্তমান সরকারের তিন বছর পূর্ণ হওয়ার পর এ পদত্যাগের ঘটনায় রাজ্যটির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রোববার উড়িষ্যা মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শনিবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন মন্ত্রীরা। রোববার বেলা দুপুর ১২টার দিকে নতুন মন্ত্রীরা শপথ নেবেন।
উড়িষ্যার রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন নবীন পট্টনায়েক। আর তাই মন্ত্রিসভায় এই রদবদল ঘটালেন তিনি। নতুন করে মন্ত্রিত্ব পেতে চলেছেন প্রদীপ অমত, লতিকা প্রধান, বদ্রীনারায়ণ পাত্র, অতনু সব্যসাচী নায়েক, বাসন্তী হেমব্রম, অশ্বিনী পাত্ররা।
চলতি সরকার নিয়ে ৫ দফা উড়িষ্যার শাসনভার সামলাচ্ছেন নবীন পট্টনায়েকের দল বিজেডি। সদ্য সমাপ্ত উপনির্বাচনেও বড়সড় জয় পেয়েছে দলটি। তবে দলের একাধিক সদস্যদের বিরুদ্ধে সামান্য কিছু ক্ষোভের কথা সামনে এসেছে। কারোর বিরুদ্ধে দুর্নীতির তো কারোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।লোকসভা ভোটের আগে সেই ক্ষোভ সামাল দিতেই এবার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করলেন দলীয় প্রধান।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে কারখানায় বিস্ফোরণ, নিহত ৯