পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে কোনো নারীকে।
ডা. আনুশ মাসুদ চৌধুরী নামের ওই নারী কর্মকর্তাকে শুক্রবার লাহোর অপারেশন পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক। খবর ডনের।
আনুশ হলেন কোনো প্রথম নারী পুলিশ অফিসার যিনি লাহোর সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) অপারেশন্স হিসেবে নিযুক্ত হলেন।
এর আগে তিনি লাহোরে ক্যান্টনমেন্ট এবং মডেল টাউন পুলিশ বিভাগে এসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসাবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, অপেক্ষমাণ এসপি এজাজ আহমেদকে সিপিও-তে এআইজি অভিযোগে পদায়ন করা হয়েছে, পদায়নের অপেক্ষায় থাকা এসপি মোহাম্মদ উমর ফারুককে বদলি করা হয়েছে এবং স্পেশাল প্রোটেকশন ইউনিটে (এসপিইউ) অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।