লেখক সালমান রুশদির উপর গত আগস্ট মাসে হাওয়া ভয়াবহ হামলার জেরে এক চোখের দৃষ্টি হারালেন এই প্রখ্য়াত লেখক। পাশাপাশি তার একটি হাতও অকেজো হয়ে গেছে বলে জানা গেছে।
নিউইয়র্কে একটি সাহিত্য সম্মেলনে আচমকাই তার উপর হামলা হয়েছিল। ভারতে জন্ম নেয়া এই লেখককে অন্তত ১২বার ছুরির আঘাত করা হয়েছিল। সালমান রুশদির বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেসের জেরে তাকে বার বার খুনের হুমকি দেওয়া হত।
রুশদির এজেন্ট অ্যান্ড্রিউ উইলি স্প্যানিস সংবাদপত্র এল পাইসকে জানিয়েছেন, ৭৫ বছর বয়সী লেখক একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার ঘাড়ে তিনটি গভীর আঘাত রয়েছে। একটি হাত অকেজো হয়ে গিয়েছে কারণ সেই হাতের নার্ভগুলি কেটে গিয়েছে। বুকে ও অন্যত্র অন্তত ১৫টি আঘাত ছিল তাঁর।
ভারতেই মুসলিম কাশ্মিরী পরিবারের জন্মেছিলেন সালমান রুশদি। জীবনের অন্তত ৯টি বছর তিনি গোপন ডেরায় ব্রিটিশ পুলিশের সুরক্ষায় ছিলেন। ১৯৮৮ সালে তার চতুর্থ বই স্যাটানিক ভার্সেস প্রকাশিত হয়েছিল।