যুক্তরাজ্যজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে লন্ডনের এক অভিযানে অংশ নিয়েছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত ১৫ জুন সেই অভিযান শেষ হয় ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে ১০৫ বিদেশি নাগরিককে গ্রেপ্তারের মধ্য দিয়ে, যারা ২০ দেশের নাগরিক। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ বছর বয়সী সুনাক বুলেটপ্রুফ ভেস্ট পরে উত্তর লন্ডনের ব্রেন্টের এক অভিযানে অংশ নেন। এদিন সুনাক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে হাসিমুখে অফিসারদের কাজ দেখছিলেন।
আগামী বছর ব্রিটেনে নির্বাচন। এর আগে বেআইনি অনুপ্রবেশকারীদের বিষয়টির দিকে বিশেষ নজর দিচ্ছে সুনাক প্রশাসন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, বেআইনি অনুপ্রবেশ আমাদের সমাজের অনেক ক্ষতি করছে। সৎ কর্মীরা প্রতারিত হচ্ছেন। তারা চাকরি পাচ্ছেন না। প্রতারকরা কর ফাঁকি দিচ্ছেন।
তিনি আরও জানান, যেহেতু প্রধানমন্ত্রী নিজে সঙ্গে ছিলেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমাদের আইন ও সীমান্তের লঙ্ঘন রুখতে। আজ যে অভিযান হলো তা পরিষ্কার বার্তা দিয়েছে আমরা এসব সহ্য করব না। সব মিলিয়ে ১৫৯টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
খবরে বলা হয়েছে, অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই সেলুন, পানশালা ইত্যাদি জায়গায় কাজ করতেন। নিজেদের ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করলেও তাদের পরিচয়পত্র ভুয়া ছিল।
চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির অভিবাসন কর্মকর্তারা ১ হাজার ৩০৩টি অভিয়ান চালিয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।