গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৬ হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৬৪০ জন।
এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ১২১ জনে এবং মোট শনাক্ত বেড়ে হয়েছে ৫১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৮২২ জন।
বৃহস্পতিবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। আর শনাক্তের সংখ্যাও কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় আবারও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে করোনা।