ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। এ যুদ্ধের এক মাস পূর্ণ হলো বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে রাশিয়ার ৭ থেকে ১৫ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
বুধবার জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা মার্কিন বার্তাসংস্থা এপিকে রুশ সৈন্যদের প্রাণহানির এমন দাবি করেন।
ইউক্রেনে লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীর ৩০ হাজার থেকে ৪০ হাজার সৈন্য নিহত অথবা আহত হয়েছেন বলেও দাবি তার।
এর আগে গত ২ মার্চ একবার পরিসংখ্যান প্রকাশ করে রাশিয়া বলেছে, ইউক্রেনে অভিযানে যাওয়া রুশ সামরিক বাহিনীর ৪৯৮ সদস্য নিহত হয়েছেন। এরপর ইউক্রেন যুদ্ধে রুশ সৈন্যদের হতাহতের ব্যাপারে আর কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি মস্কো।
ইউক্রেনের পক্ষ থেকেও প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহতের দাবি করে আসছে দেশটির কর্তৃপক্ষ।